10-02-2016
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ভবের বাজারে বিড়ির ব্যবসাকে কেন্দ্র করে আব্দুল আলী নামে এক যুবক নিহত হয়েছেন।
এজহার সূত্রে জানা যায় গত ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারী ইং তারিখে স্থানীয় ভবের বাজারে বিড়ির ব্যবসাকে কেন্দ্র করে জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর গ্রামের বাসিন্দা মৃত চেরাগ আলীর ছেলে কাহার মিয়ার সাথে একই এলাকার মৃত মনোহর আলীর ছেলে মোঃ আব্দুল আলীর কম দামে ও বেশী দামে বিড়ি বিক্রয়কে কেন্দ্র করে উভয়ের মাঝে সংঘর্ষ হয়।
সংঘর্ষে এক পর্যায়ে আব্দুল কাহারের ছুরির আঘাতে আব্দুল আলী মারাত্মকভাবে জখমের শিকার হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আব্দুল আলীকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেকে রেফার্ড করেন। ঐদিন রাতেই সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল আলী।
এঘটনায় আব্দুল আলীর ভাই হোছন আলী বাদী হয়ে মোট ১১ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই জের ধরে পরদিন ৯ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখে উক্ত মামলায় জড়িত থাকায় অভিযোগে সন্দেহ মূলক ভাবে মোহাম্মদ রেজুওয়ান আহমেদকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
Commentbox