আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী শফিকুল হক শফিকের সর্বশেষ নির্বাচনী সভা ও মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মিছিল পরবর্তী আছিম শাহ যুব সংঘের উদ্যোগে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বাড়ি জগন্নাথপুর ৫ নং ওয়ার্ডে অবস্তিত (আছিম নগর মোকাম বাড়ী নিবাসী), যুক্তরাজ্য প্রবাসী শাহ রুবেল মিয়ার সার্বিক সহযোগিতায়, তার নিজ বাড়ীতে এক সভা অনুষ্ঠিত হয়।
শাহ্ মোঃ আপ্তাব আলীর সভাপতিত্বে ও শাহ্ কবির আলী, শাহ্ সোনালী, শাহ্ মনসুর আলী, শাহ্ রমিজ আলী, শাহ্ সুবেল মিয়া, শাহ্ দিদার আলী, মজনু শাহ্, শাহ্ আবুতাহের, শাহানুর মিয়া, শাহ্ রুকন মিয়া, শাহ্ উজ্জল মিয়ার যৌথ পরিচালনায়ঃ বক্তব্য রাখেন ৩ বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল হক শফিক
বক্তব্যে তিনি বলেন গত তিন বারের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা যেভাবে আমাকে নির্বাচিত করেছেন আমি আশা করবো এবারও তার ব্যাতিক্রম হবেনা।
তাই বলছি এবারের নির্বাচন ব্যালটের মাধ্যমে নয়, ইভিএম মেশিনে হবে। আমার মার্কা পানির বোতল যেখানে থাকবে, তার ডান পাশেই একটা বাটন রয়েছে, সেটাতে চাপ দিয়ে একেবারে নিচের সবুজ বাটনে চাপ দিয়ে আপনাদের ভোট আর নাগরিক অধিকার নিশ্চিত করবেন। এবং আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি শাহ খোয়াজ আলী, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক মোঃ নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল মিয়া, আলহাজ্ব নিজাম উদ্দিন, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিক অইক্য পরিষদ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খেজর প্রমুখ।
উক্ত সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন, বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক প্রেমী শাহ মোঃ রুবেল মিয়া, মহামারী করোনা পরিস্থিতিতে লন্ডনে লকডাউনে অসুস্থ অবস্থায় থেকে শাহ্ খোয়াজ আলী, শাহ্ কুতুব আলী, ও শাহ্ মুস্তাব আলীর দীর্ঘায়ু কামনা করে নিজের জন্যও দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
Commentbox