স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, প্রতারক জসিম চিলাউড়া আশিঘর মোল্লা বাড়ি লন্ডন প্রবাসী জনাব, আরজু মিয়ার ভতিজা, সিজিল মিয়া ছেলে ।
প্রতারক জসিম চিলাউড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারনা করে প্রায় ৪৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পলাতক রয়েছে , ভোক্তভুগিরা জানায় যে, সে বিদেশ যাওয়ার জন্য প্রতারণার ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে।
প্রতারক জসিমের কাছে প্রতারনার শিকার হয়ে অনেক ব্যাবসায়ী আজ সর্বশান্ত ও সর্বহারা হয়েছেন।
অনেক ব্যাবসায়ী বিভিন্ন এন.জি.ওর ঋণের দায়ে ব্যাবসা ছেড়ে দিয়ে ভিটেমাটি বিক্রি করে আজ সর্বশান্ত। প্রতারক জসিমের প্রতারণা শিখার হয়েছেন
এদের মধ্যে রয়েছেন- পাশা মিয়া, কামরুল হুসেন, শাহীন মিয়া, সাদেক আহমদ, ইউসুফ মিয়া, লালন মিয়া, মুনিক মিয়া, সুহেল মিয়া, রমজান মিয়া, রুনু মাষ্টারসহ আরো অনেক।
এব্যাপারে ভোক্তভুগীরা জগন্নাথপুর থানায় প্রতারক জসিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
কোনো ব্যাক্তি যদি তার সন্ধান দিতে পারেন তাহলে তাকে ১ লক্ষ টাকা নগদ পুরুষ্কার প্রদান করার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী কয়েকজন।
যোগাযোগের জন্য নিম্নের নাম্বারে কল করুন- 01959-636205.
01728-968077.
01715-709523.
Commentbox