আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথপুর উন্নয়ন সংস্থা (ইসি) মেম্বার ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক হাজী মোঃ তছির আলী (৫২)
গত সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশে ও লন্ডনে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবায় অত্যান্ত পরিচিত ব্যক্তিত্ব ৫২ বছর বয়সী হাজি তছির আলী প্রথমে করোনা আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন। পরে তিনি কিডনী ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হলে তিন সপ্তাহের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে কিডনি ও হৃদরোগে আবারও অবস্থার অবনতি ঘটলে হাসপাতালেই তিনি মৃত্যু বরন করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। উল্লেখ্য এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১৯ ডিসেম্বর মারা যান তাঁর ছেলে রুবেল মিয়া(২১)।
বর্তমানে তাঁর বড় ছেলে রুহেল মিয়া (২৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। অল্পদিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে বাবা ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্য ও জগন্নাথপুরে বিভিন্ন সামাজিক কাজে অগ্রনী ভূমিকায় ছিলেন তছির আলী। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হিমঘর) স্হাপনে তিনি গুরুত্ব পূর্ন অবদান রেখেছেন।
সম্প্রতি তিনি মায়ের দাফনে দেশে আসলে এলাকায় একটি মসজিদ নির্মানের উদ্যেগ গ্রহন করেন। এই সমাজ দরদী মানুষটির মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।
লন্ডনের কমিউনিটি নেতা তরুন সমাজ সেবক হাজী মোঃ তছির আলীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দ।
শোক প্রকাশ কারীরা হলেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আমিনুর রহমান জিলু, সহ-সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সাধারণ সম্পাদক আলী হোসেন খান, সহ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক সাজু মিয়া, সহ প্রচার সম্পাদক মারুফ রানা, সীমা পুরকায়স্থ, সোনিয়া বেগম, আয়েশা আক্তার জনি, নিকেশ বৈদ্য ও জনি শর্মা
শোক প্রকাশ করে তারা মহান আল্লাহর দরবারে মরহুম তছির আলীর রুহের মাগফিরাত কামনা করেন, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান।
Commentbox