আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মিজানুর রশীদ ভুইয়ার নৌকা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি বৃহঃবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর বাজারের মধ্যে গলিতে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন ও সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বিরেন্দ্র এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,
প্রধান বক্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইকড়ছই জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন, গীতাপাঠ করেন সুভাষ দাস গুপ্ত।
বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ,
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভুইয়া, জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব আবুল হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দীপংকর কান্তি দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন- নৌকা প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক, সামাদ আজাদের প্রতীক এম এ মান্নানের প্রতীক, মিজানুর রশীদ ভুইয়ার প্রতীক। তাই আপনারা যদি উন্নয়ন চান, নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্দেশ্য তিনি বলেন আপনারা ১৬ জানুয়ারি প্রত্যেক সেন্টারে পাহারায় থাকবেন এবং নৌকায় বিজয় নিশ্চিত করে তবেই বাড়ি ফিরবেন।
এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।
Commentbox