শিরোনাম :

বালিকান্দী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন



মোঃ হুমায়ুন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুর এর বালিকান্দী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট - ২০২১ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী ক্রীড়ামোদীদের হাতে গড়া সংগঠন " বালিকান্দী ক্রিকেট ক্লাব " কর্তৃক আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন উপলক্ষে ২৩ শে জানুয়ারী রোজ শনিবার স্থানীয় বালিকান্দী শেখপাড়া দক্ষিণ এর মাঠে ক্রীড়া সংগঠক মোঃ সাহেল আহমদ এর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মোঃ শায়খুল ইসলাম তামীম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি  ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুস সালাম, বিশিষ্ট ক্রীড়ামোদী ও সমাজ সেবক মোঃ সাদিকুর রহমান নান্নু, ক্রীড়ামোদী ও সমাজ সেবক  মোঃ হুমায়ুন কবির, ক্রীড়ামোদী ও সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম লেবু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সুহাগ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বালিকান্দী গ্রাম এর বিশিষ্ট মুরুব্বী মোঃ গৌছ আলী, সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর ফরীদি, বালিকান্দী ক্রিকেট ক্লাব এর সদস্য তোফায়েল আহমদ, রুমেল হক,জুনেদ আহমদ, রহিম,রুমান,হারুন,রিমন,নাঈম,শাকিল, শুভ,সজীব, মিজান, রাহীম, জুয়েল, সেবুল,মুস্তাক,সোহাগ,লিকচন,সালমান,জামাল,রিয়াদ,মারুফ, নাঈম,নাহিদ, রায়হান,সাইদুর,হুমায়ুন ও হোসাইন এবং খেলোয়াড় বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ক্রীড়ামোদী জনসাধারণ।

উক্ত টুর্নামেন্টে ৩২ টিম অংশগ্রহণ করেছে। হায়দরপুর ক্রিকেট ক্লাব বনাম গোল্ডেন ফাইটার জিয়াপুর ক্রিকেট ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents