শিরোনাম :

ইকড়ছই সলিমুল্লাহ ভুইয়া ব্যাডমিন্টন প্রতিযোগীতায় সায়মা-রাইয়ান টিমের বিশাল বিজয়





আমিনু রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ইকড়ছই গ্রামে অনুষ্ঠিত ইকড়ছই সলিমুল্লাহ ভুইয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সায়মা-রাইয়ান টিম বিজয়ী হয়েছে। 
গত ৪ জানুয়ারি সোমবার স্থানীয় ইকড়ছই সলিমুল্লাহ ভুইয়া নয়াবাড়িতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বর্তমান জগন্নাথপুর পৌর মেয়র মিজানুর রশীদ ভুইয়ার  ছোট ভাই ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার কনিষ্ঠ ছেলে, জাহেদুর রশিদ ভুইয়ার আমন্ত্রনে দিরাই থেকে আগত টগর-কাওছার।
উল্লেখ ২০১৭ সালে, টগর-কাওছার বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন  চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ১ম স্থান অধিকার করেছিলো। 

সলিমুল্লাহ ভুইয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, খেলার প্রথম ও দ্বিতীয়   পুরস্কার বিজয়ী সায়মা-রাইয়ান ১ ও সায়মা-রাইয়ান ২  এর হয়ে খেলেছেন টগর - কাওছার,  প্রতিপক্ষ  শক্তিশালী টিম আমিরা ইমিটেশনের পক্ষের খেলোয়াড়, মামুন ও হানিফ-কে পরাজিত করে বিশাল বিজয় অর্জন করেন এই দুই বাঘা খেলোয়াড়।

সায়মা রশীদ ভুইয়া ও রাইয়ান রশীদ ভুইয়া দু'জন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার কনিষ্ঠ ছেলে জাহেদুর রশিদ ভুইয়ার ছেলে ও মেয়ে। 
খেলার প্রথম পুরস্কার ২টি ২৪ ইঞ্চি  এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার ২টি ১৯ ইঞ্চি  এলইডি টিভি।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents