শিরোনাম :

জগন্নাথপুরে নৌকার পক্ষে প্রচারনায় জাতীয় শ্রমিক লীগের নেতারা



স্টাফ রিপের্টাার::

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকা’র পক্ষে আজ মঙ্গলবার পৌর শহরে প্রচারনা জগন্নাথপুর উপজেলা জাতীয়  শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

দুপুরে উপেজলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় দলীয় কার্যালয়ে নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, বর্তমান মেয়র মিজানুর রশীদ  ভুইয়া,  বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক,  পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ আলী। অন্যদের উপজেলা শ্রমিক লীগের যুগ্ম  আহবায়ক রব্বানী মিয়া,ডাঃ নয়ন রায়, রেজাউল করিম ইয়াওর, বশির আহমদ আলফু, শরিফ হোসেন শিপন, তৈয়ব আলী ভান্ডারি, বাবুল দাস, বিশ্ব বৈদ্য আজিজ মিয়া, সৈয়দ আহমদ, বিকু রঞ্জন দাস, রফু মিয়া, মিনা রানী পাল, রিতা রানী দেব প্রমুখ।পরে দলীয় কার্যালয়ের সামন থেকে প্রচার মিছিলযোগে শহরের জগন্নাথপুর বাজার এলাকায় প্রচারণা শেষে স্থানীয় পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents