স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব'র নির্বাচনী সভা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথপুর বাজারের প্রাক্তন ব্যবসায়ী মদন মোহন রায় এর কনিষ্ঠ ছেলে বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী শুক্রবার বিকাল তিনটায় স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিশিষ্ট মুরব্বি ইছকন্দর আলী সভাপতিত্বে ও মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ হাবিল মিয়া, বিশিষ্ট মুরব্বি জনাব আরব আলী, শফিকুল ইসলাম খেজর, গনেশ রায়, দূর্গ রায়, খোকন সূত্রধর, ছায়াদ মিয়া, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আনকার মিয়া, আবরু মিয়া, জমির উদ্দিন, বেলাল আহমেদ, সৈয়দ মিয়া, ওয়াকিত মিয়া, মতিন মিয়া, গেদাব আলী, আবুল বশর, মাছুম মিয়া, মখলিছ, রুনেল, নিজাম মিয়া, আব্দুর রব, ওয়াকিব আলী, নছির, ছায়াদ, সুশীল দেব, প্রমুখ।
সভায় মেয়র প্রার্থী বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব বলেন, তারা হুরু করে নির্বাচনে অংশ নেওয়ায় আমার ভুল হয়ে গেছে এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী তিনি আরো বলেন মেয়র হওয়া আমার মূখ্য উদ্দেশ্য নয়, জগন্নাথপুর এলাকার সম্মান রক্ষার্থে নির্বাচনে অংশ নিয়েছি, আপনারা আমার ভাই আমার বন্ধু সকলের কাছে
আমি নির্বাচিত হলে একমাসের মধ্যে গোটা পৌরসভাতে পরিচ্চন্ন অভিযান চালাবো । গোটা পৌরসভাকে শতভাগ নাগরিক সেবার আওতায় নিয়ে আসবো। বর্ষাকালে খেলার জন্যে মাট ভরাট করে খেলার যোগ্য করে দেবো।
Commentbox