আমিনুর রহমান জিলু
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সাবেক কৃতি ফুটবলার সকলের প্রিয়মুখ, মাহবুবুর রহমান ২৩ জানুয়ারী শনিবার সকাল ৯ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৪২) বছর
মৃত্যকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে শিশু সন্তান রেখে গেছেন।
জানা যায় ভোরে ঘুম থেকে উঠে মাহবুবুর রহমান নলুয়ার হাওরে বোরো জমির চাষাবাদ কাজ তদারকি করতে রওয়ানা হলে ভবানীপুর এলাকায় গিয়ে বুকে ব্যথা অনুভব করেন। বুকে প্রচন্ড ব্যথায় এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।
তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আছিম নগর (মোকাম বাড়ী) নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, তরুণ সমাজ সেবক শাহ মোঃ রুবেল মিয়া।
তিনি বলেন মাহবুবুর রহমান ভাইয়ের অকাল মৃত্যুতে জগন্নাথপুরবাসী হারিয়েছেন ক্রীড়া অঙ্গনের এক উজ্জল নক্ষত্র, তিনি ছিলেন সদালাপী, হাসোজ্জল, ও উদার মনের অধিকারী এক মানুষ। আমি ব্যাক্তিগত ভাবে মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করি ও এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। দোয়া করি আল্লাহ যেনো তার পরকালীন জীবনে শান্তি দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
Commentbox