আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার জৈষ্ঠ্যপুত্র ২বারের নির্বাচিত মেয়র ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়ার নৌকা মার্কার সমর্থনে হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩রা জানুয়ারী রবিবার রাত ৮ ঘটিকায় পৌর শহরে ৭ নং ওয়ার্ডে অবস্থিত মিজানুর রশীদ ভুইয়ার নিজ বাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক জগন্নাথপুর বাজার সেক্রেটারী মোঃ আব্দুল তাহিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচলনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মফিজ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভুইয়া, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র, লিডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইয়াওর মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, নেওয়া মিয়া, হাসান মিয়া, ফিরোজ আলী। যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যান কান্তি রায় সানি, ছাত্রলীগ নেতা মুকিত মিয়া, কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সুহেল আহমদ, কাউন্সিলর প্রার্থী জিতু মিয়া, ইলিয়াস উদ্দীন, ছালিক আহমদ পীর, বিশিষ্ট মুরব্বি আব্দুল হাসিম, ছমক আলী, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, প্রমুখ
স্বাগত বক্তব্য মিজানুর রশীদ ভুইয়া বলেন নৌকা প্রতীক হচ্ছে শান্তির প্রতিক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, পৌর বাসীর কাছে আমার আকুল আবেদন, নৌকা মার্কায় ভোট দিয়ে জগন্নাথপুর পৌরসভাকে একটি আন্তর্জাতিক মানের পৌরসভা গঠনে আমাকে সহযোগীতা করুন।
তিনি আরো বলেন- আমি নির্বাচিত হলে নাগরিক সেবার মান আরো উন্নত করবো, স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরো উন্নত স্তরে উন্নীত করবো, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র সহ পৌরবাসীর দরকারী সকল সেবা সহজ করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো । স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করবো, মাদক ও সন্ত্রাস দমনে জোরালো পদক্ষেপ নেবো, রাস্তার মোড়ে মোড়ে স্ট্রিট লাইট দিয়ে গোটা পৌরসভাকে আলোকিত করবো, পৌরসভার ভিতরে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা নির্মান করবো, পুরাতন রাস্তা মেরামত করে পরিচ্ছন্ন পৌরসভা গঠন করবো।
পরে অনুষ্ঠানের সভাপতি ও সাবেক বাজার সেক্রেটারী মোঃ আব্দুল তাহিদ সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Commentbox