আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আর'দের সংগঠন ''জগন্নাথপুর বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদ নামে নতুন কমিটি গঠন করা হয়েছে।
১লা জানুয়ারী বিকাল ৩ ঘটিকায় স্থানীয় চিলাউড়া পয়েন্টস্থ আমিনা কমপ্লেক্সে ভাইভাই এন্টার প্রাইজে এক সভা অনুষ্টিত হয়।
জালাল আহমদের রুহানীর সভাপতিত্বে ও মোঃ এমরান আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর বাজারের বিক্রয় প্রতিনিধি মোঃ রাজাদ আহমদ রাজা, বেলায়েত হোসেন , কদ্দুস মিয়া, বিষ্ণু দাস, সজল বাবু, দীপক দাস, প্রমূখ ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে, জালাল আহমেদ রুহানীকে সভাপতি, বেলায়েত হোসেন ও কদ্দুছ মিয়াকে সহ-সভাপতি, এমরান আলীকে সাধারন সম্পাদক, মোঃ রাজাদ আহমদ রাজাকে অর্থ সম্পাদক , অমল সরকারকে সহ-অর্থ সম্পাদক, সজল বাবু ও দীপক দাসকে প্রচার সম্পাদক, বিষ্ণু দাস, তানজীরুল হক, অসীম রায় ও আলী হোসেনকে অফিস ও দপ্তর সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে জালাল আহমেদ রুহানী বলেন- জগন্নাথপুর উপজেলার এস আর'দেরকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি সংগঠন করার পরিকল্পনা করে আসছিলাম । আল্লার দরবারে হাজার শুকর আজকে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে সবাই একত্রিত হয়ে একটি সংগঠন ঘোষণা করলাম ।
তিনি আরো বলেন- এই সংগঠন শুধুমাত্র একটি বিক্রয় প্রতিনিধির সংগঠন নয়, এটি একটি সামাজিক উন্নয়ন ও মানবিক সংগঠন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটিকে আমরা সফলতার উচ্চ শিখরে পৌছে নিতে পারবো ইনশাআল্লাহ ।
সভায় সাধারণ সম্পাদকের বক্তব্যে মোঃ এমরান আলী বলেন- আগামীতে আমরা সংগঠনকে গতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন-বেলায়েত হোসেন।
Commentbox