শিরোনাম :

জগন্নাথপুরে আঞ্জুমানে আল ইসলাহ'র দোয়া মাহফিল সম্পন্ন


স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে 

৪ জানুয়ারী দুপুর ১২ টায় ইকড়ছই  আলিম মাদ্রাসায় জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ র  সাবেক সাধারণ সম্পাদক ও ইকড়ছই  আলিম মাদ্রাসার প্রবীণ সাবেক শিক্ষক মাওলানা কাজী আবদুল খালিক সাহেবের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাসুম আহমদ এবং নাতে রাসুল পরিবেশন করেন মোঃ জিহাদ। 

 জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহ র সভাপতি মাওলানা আজমল হোসাইন জামির সভাপতিত্বে ও উপজেলা আল ইসলাহ র  সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ র স্থায়ী কমিটির সদস্য  হযরত মাওলানা ছমির উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ কেন্দ্রীয় সদস্য আনজুমানে আল ইসলাহ। বক্তব্য রাখেন মাওলানা এহসানুল করিম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকড়ছই আলিম মাদ্রাসা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন সাবেক সভাপতি আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা মাওলানা আব্দুল করিম ফারুকী সাবেক সভাপতি জগন্নাথপুর উপজেলা হাফিজ সমছু মিয়া সুজল  তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুনামগঞ্জ জেলা আল ইসলাহ  মাওলানা নুরুল হক সভাপতি পৌর আল ইসলাহ  মাওলানা নিজাম উদ্দিন সহসাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মিজানুর রশীদ, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব,হাফিজ শওকত আলী, ইমরান আহমদ মরহুম মাওলানা আব্দুল খালেক সাহেবের ছেলে মাওলানা জালাল উদ্দিন মাওলানা বশির আহমদ  মাওলানা মহিউদ্দিন মিসবাহ মোঃ রুহুল আমিন, আব্দুল কুদ্দুস মুন্না প্রমুখ।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents