ডেস্ক রিপোর্টঃ
পৃথিবীতে এক অনন্য নজির স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা।
মুজিববর্ষ উপলক্ষে একযোগে প্রায় ৭০ হাজার গৃহহীন পরিবারকে বাড়ি করে দিয়ে তাদের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন তিনি। দিয়েছেন মাথা গোঁজার ঠাই। নিজস্ব অাবাসন। এটি পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
মুজিববর্ষে সিলেট বিভাগে ঘর পাচ্ছেন প্রায় ১০ হাজার ঠিকানাবিহীন মানুষ। যাদের জমিও নেই, ঘরও নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অাশ্রয়ন প্রকল্পের অধীনে সিলেট জেলায় ১৪০৬ টি ভূমিহীন পরিবারের মধ্যে গতকাল ঘর হস্তান্তর করা হয়েছে।
সিলেট বিভাগীয় প্রশাসন সূত্রে জানা যায়, সিলেটে জমি নেই, ঘর নেই এমন ‘ক’ শ্রেণির লোকজনকে প্রায় ১০ হাজার ৩১৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। সঙ্গে আরো পাবেন নগদ চার হাজার টাকা করে। সে হিসেবে ভূমিহীন প্রতিটি পরিবারের পেছনে সরকারের বরাদ্দ এক লাখ ৭৫ হাজার টাকা। ফলে ১০ সহস্রাধিক পরিবারে সরকারের ব্যয় হচ্ছে ১৮০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা।
সিলেট জেলায় চার হাজার ৪৭৮ জনকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘর নির্মাণে খরচ হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দু’টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রাখা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি নিজ নিজ নির্বাচনী এলাকায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
সূত্রঃ মুক্তাদির আহমেদ মুক্তা ফেসবুক প্রোফাইল থেকে
Commentbox