শিরোনাম :

আব্দুস সাত্তারের হোটেল থেকে ৬ নারী- পুরুষকে আটক করছে ডিবি পুলিশ



সিলেট ব্যুরোঃ

অসামাজিক কার্যকলাপের দায়ে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের নিজস্ব মালিকানাধীন সিলেট নগরীর লালবাজারস্থ হোটেল আল মিনার (আবাসিক) থেকে ২ নিশি কন্যা ও চার পুরুষকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ। এসময় আলহাজ্ব আব্দুস সাত্তার হোটেলে অবস্থান করছিলেন। গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের অতি, উপ-পুলিশ কমিশনার  মোঃ মুনাদির ইসলাম চৌধুরী নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ৪ জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। লালবাজারের ব্যবসায়ীরা জানান, এ হোটেলে দীর্ঘ দীন যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। 


আটককৃতরা হচ্ছে বিবেকানন্দ দাস বিবেক (৫২), মনির আলম (৩৫), মো. তাহিদুল হক (২৮), আঙ্গুর মিয়া (৩১)। অন্য দু'জন নারী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এঘটনায় মানহানির অভিযোগ এনে আলহাজ্ব আব্দুস সাত্তার বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে  সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।





Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents