শিরোনাম :

জগন্নাথপুরে যানজট নিরসনে প্রশাসন ও শ্রমিকদের আলোচনা সভা



আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুরে যানজট নিরসনে প্রশাসন ও শ্রমিকদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ ফেব্রুয়ারি স্থানীয় উপজেলা প্রশাসন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বাস শাখার সভাপতি রাব্বানী মিয়া, সেক্রেটারি রেজন মিয়া, শ্রমিক  ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর বাজার সেক্রেটারী মোঃ জাহির উদ্দিন, বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুইয়া প্রমুখ 

সভায় বক্তারা বলেন, দিন দিন জগন্নাথপুর পৌরসভার অভ্যন্তরে প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট বেড়েই চলেছে এই সমস্যা সমাধানে আমাদের সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিৎ।

এসময় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, বাস, ট্রাক,লাইটেস, সিএনজি ড্রাইভার, মালিক শ্রমিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। 



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents