শিরোনাম :

জগন্নাথপুরের পল্লীতে দুপক্ষের সংঘর্ষ: মহিলা সহ আহত ৩



স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর  জায়গার সীমানা  নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালী  গেদন মিয়ার লোকজনের হামলায় অসহায়  এক পরিবারের উপর বর্বরোচিত হামলা করে তাদের বাড়ীঘর ভাংচুর করে এবং দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে আহত করে । আহতরা হলেন, চাঁন মিয়া (৪৫) আরিজান বেগম (৪০) জিল্লুর রহমান (২৮) আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। জানা যায়, পাটলি ইউনিয়নের সাচায়ানী নন্দীরগাও গ্রামের গেদন মিয়া ও চাঁন মিয়া মধ্যে জায়গার শিমানা নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিলো,  তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ মার্চ  রাত ৮ ঘটিকার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এই ঘটনায়  জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents