শিরোনাম :

জগন্নাথপুরে অগ্নিকান্ডে চারটি ঘর পুড়ে ছাই



 আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুরে  অগ্নিকান্ডে  চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(২ মার্চ) বিকেল   উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গােতগাঁও গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দূর থেকে ওই গ্রামের ফুল মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা তারা দেখতে পান।  পরে দৌড়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানাের চেষ্টা করেন। প্রায় দুই ঘন্টা প্রাণপণ চেষ্টা করার পর  তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও  ইতিমধ্যে  ফুল মিয়া ও বশর মিয়া, সমর মিয়া ও সমরুজ্জামান সহ সকলের চারটি ঘর আগুনে পূড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি দাবি করেছেন। পাইলগাও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া সাংবাদিকদের জানান এসব ঘরে কোনো মানুষ ছিলোনা, ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলী হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents