শিরোনাম :

তাহিরপুর সীমান্তে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত



সাবজল হোসাইন

তাহিরপুর উপজেলার বাগলী সীমান্ত এলাকায় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে বাগলী ১নং ওয়ার্ডে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিকেল ৪ টার দিকে বাগলী বাজার আঃয়ামীলীগ অফিস থেকে এক র‍্যালী বের হয়ে বাজারের সকল দিক প্রদক্ষিণ করে আবারো সভামঞ্চে সকলে সমাবেত হয়।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল হায়দার লিটনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মনির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল হায়দার শিপন, ১নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি আয়নাল মোল্লা, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গফুর, সুমন মিয়া, জাফর ইকবাল, সাদ্দাম হোসেন, আজিজুল হক, তাহেরুল ইসলাম, খোকন, কৃষকলীগ নেতা মুজিবুর রহমান, ওমর আলী, শ্রমিক নেতা আক্কাস আলী, মোশাররফ হোসেন প্রমূখ। 


বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার সামনে বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা অনানুষ্ঠানিকভাবে দিয়েছিলেন। তাঁর ১৮ মিনিটের ভাষণে বাঙালিদের সকল নির্যাতন, নিপিড়ন ও বঞ্চনার কথা তুলে ধরে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। তাতে বাঙালি অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। যুগ যুগ ধরে এ ভাষণ বাঙালির অনুপ্রেরণা যোগাবে সামনে এগিয়ে যেতে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents