শিরোনাম :

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সুটকীর গোদাম পুড়ে ছাই: ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি



আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের পুরান আড়ৎের পাশে এক ব্যাবসায়ীর সুটকীর  দোকান ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায় গোদাম ঘরে মাটির বড় বড় প্রায় ৫৬ টি কলসে সিদল সুটকী সংরক্ষিত ছিলো। এই ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ীদের নাম আব্দুল কাদির ও মজবিল আলী  তিনি সিলেট জেলা বিশ্বনাথ উপজেলার বাসিন্দা দীর্ঘদিন যাবত তিনি জগন্নাথপুর উপজেলায় সুটকীর ব্যবসা করে আসছিলেন।  তিনি জানান কীভাবে আগুনের সুত্রপাত হয়েছে তিনি জানেননা, হঠাৎ কিভাবে কি হয়ে গেলো তিনি বুঝতেই পারেননি।  স্থানিয়রা জানান ২১ মার্চ দুপুর ১২ টায় 

আকাশে আগুনের লেলিহান শিখা দেখে আমরা সবাই দৌড়ে ঘটনাস্থলে যাই এবং যে যেভাবে পারি, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিছুক্ষণ পরে এই ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর  ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।  কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents