শিরোনাম :

জগন্নাথপুরে বিদ্যুৎ আছে খুটি নাই! ঝুঁকিপূর্ণ লাইনে বিদ্যুৎ সরবরাহ


আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (নয়াগাঁও বলাই নগরে) বিদ্যুতের খুটি ছাড়াই চলছে বিদ্যুৎ সরবরাহ। সরেজমিনে গিয়ে দেখা যায়, যত্রতত্র ভাবে চলছে বিদ্যুতের ব্যবহার, কোথাও মাটিতে পড়ে আছে বিদ্যুতের লাইন!  কোথাও হেলে আছে বাঁশের খুটি আবার কোথাও আছে পাকিস্তানের আমলের জং ধরা কোমর ভাঙ্গা ছোট পিলার। যেখানে সারা গ্রামে ১০ থেকে ১২ টি পিলার থাকার কথা সেখানে হাটু ও কোমর ভাঙ্গা পাকিস্তান আমলের তৈরি জং ধরা মাত্র তিনটি ছোট পিলার দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ কয়েক বছর  ধরেই এভাবেই মাথার উপরে বিদ্যুতের লাইন নিয়ে চলতে হচ্ছে তাদের। নিজ উদ্যোগে বাঁশের খুটি ব্যবহার করলেও কিছুদিন পরপর সেগুলো হালকা ঝড়ো বাতাসে ভেঙ্গে পড়ে।  যার কারণে মাঝেমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহপালিত পশু গরু ও ছাগল মারা গেছে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত কোনো মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হবার খবর পাওয়া যায়নি। এব্যাপারে গ্রামবাসী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়। বারবার অফিসে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। তারা আরো বলেন আমরা কি বিদ্যুৎ বিল দেইনা? আমরা কি টেক্স দেইনা? আমরা কি লাইন চার্য দেইনা? তবে আমাদের মেইন লাইন মাটিতে পরে থাকবে কেনো? আর কেনো আমরা বাঁশের খুটি ব্যবহার করবো। এভাবে লাইন মাটিতে পড়ে থাকা অবস্থায় যদি কোনো দূর্ঘটনা ঘটে তবে এর দায়ভার নেবে কে?



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents