শিরোনাম :

সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীনের ছাতক নৌ-পুলিশ স্টেশন পরিদর্শন



স্টাফ রিপোর্টার

৬ মে বৃহস্পতিবার, সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ছাতক নৌ-পুলিশ স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি স্থানীয় লোকজনের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় নির্দেশনাবলি প্রতি পালনে নৌযান চলাচলে অতিরিক্ত যাত্রী বহন না করা, রাত্রীকালে নৌ চলাচল নিষেধ করণ, বাজার এলাকায় লকডাউনের বিধান মেনে চলা সহ বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এবং নৌঘাটে উপস্থিত লোকজনের মাঝে  মাস্ক ও সাবান বিতরন করেন। পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ছাতক নৌপুলিশ ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে ছাতকের বালু ও পাথর ব্যবসায়ী সমিতির লোকজনের সহিত কথা বলেন এবং নদীপথে অবৈধ ভাবে বালু /পাথর উত্তোলনকারী সহ চাঁদাবাজদের তথ্য প্রদান করে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents