শিরোনাম :

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু!



 জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের   মা ও  ছেলে বিদ্যুৎপূষ্ঠহয়ে  প্রাণ হারিয়েছেন। আজ ১৬ মে রবিবার সকাল ৮ টায়  দিকে কুবাজপুর  গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে উপজেলা পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে এক বৃদ্ধ লোক বিদ্যুৎপূষ্ঠ হয়ে প্রান হারিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন কুবাজপুর   গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫)  ছেলে  অরুন রবিদাস  (১১), এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া  (৬৫) তিন বিদ্যুৎপূষ্ঠ হয়ে  আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর  হাসপাতালে নিয়ে এলে  কর্মরত ডাক্তার  তিন জনকে মৃত্যু  ঘোষনা করেন। জগন্নাথপুর  থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী   বলেন, এ ব্যাপারে থানায়  অপমৃত্যুর মামলা হয়েছে। জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন সার্ভিস  লাইন ছিড়ে পুকুরের  পানিতে পড়ে গেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  দু'জন মারা যান।পল্লী বিদ্যুৎ জগন্নাথপুর প্রকশৌলীর সাথে যোগাযোগ করা হলে, তাদের কে পাওয়া যায়নি।



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents