শিরোনাম :

দিরাইয়ে হাওর থেকে এক ব্যক্তির দ্বিখন্ডিত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দিরাইয়ের মঙ্গলপুর বিল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির দ্বিখন্ডত ভাসমান লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার রাত পৌনে ১০টায় মঙ্গলপুর বিলে দুটি স্থান থেকে এক ব্যক্তির হাত পা এবং আরেকটি স্থানে পুরো বডির দ্বিখন্ডত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা হাওরে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশটির শরীরের বিভিন্ন অংশে দাড়াঁলো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাশে দুগন্ধ থাকায় পুলিশ ধারনা করছে এই ব্যক্তিকে গত ৪/৫দিন পূর্বে কেহ হত্যা করে এই বিলে ফেলে দিয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রির্পোট ছাড়া ঘটনাটির মোটিভ পুরোপুরি বলা যাবে না তবে দ্বিখন্ডিত লাশ দেখে অনুমান করা হচ্ছে। 

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণ পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents