শিরোনাম :

জগন্নাথপুরে এক মামলার ৩৬ জন আসামী গ্রেপ্তার



গোবিন্দ দেব

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর মারামারি মামলার ৩৬ জন আসামি কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ। সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় রমাপতিপুর গ্রামের আকমল হোসেন ও  কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। প্রায়ই দুপক্ষের মধ্যে এনিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে। গত ১৭ মে সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। এঘটনায় দু'পক্ষই জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলার ৩৬ জনই আসামি আকমল হোসেন পক্ষের লোক। তাঁরা একটি মাইক্রোবাসযোগে সুনামগঞ্জ থেকে ফিরছিলেন।  এসময় একদল পুলিশ জগন্নাথপুর উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করে। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক অনিক দে জানান, গত ১৭ মে সংঘর্ষের ঘটনায় রমাপতিপুর গ্রামের কাজল মিয়ার পক্ষের রানু খান বাদি হয়ে জগন্নাথপুর থানায় ৭২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ৩৬ জন ওই মামলার এজহারভূক্ত আসামি। 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রমাপতিপুর গ্রামের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনায় একাধিক  মামলা রয়েছে। সম্প্রতি কাজল মিয়া পক্ষের আটজনকে গ্রেপ্তার করা হয়।  গতকাল  সোমবার আকমল হোসেন পক্ষের ৩৬ জন কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents