শিরোনাম :

সুনামগঞ্জে মানবতার সেবায় কঠোর তৎপর পুলিশ সুপার মিজানুর রহমান মিজান

 


 



মাইনুল হক সুনামগঞ্জঃ


দিন বদলের সাথে সাথে আইন শৃঙ্খলার উন্নয়নে পাল্টে গেছে সুনামগঞ্জের চিত্র। করোনাকালীন সময়েও থেমে নেই পুলিশের কার্যক্রম। বিট পুলিশিং এর তৎপরতায় কমে গেছে সন্ত্রাস বাহিনী, জমি নিয়ে জোরজবর দখল, চুরি ,ডাকাতি, জুয়া, মাদকাসক্ত,যৌতুক ও নারী নির্যাতন, অবৈধ গরু পাচার, জঙ্গী সংগঠন, অপপ্রচারসহ বিভিন্ন দুর্নীতিমূলক কার্যক্রম। প্রতিনিয়ত এ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পুলিশ সুপার মিজানুর রহমান মিজান (বিপিএম,পিপিএম)। তিনি সুনামগঞ্জে যোগদানের পরেই পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে চালু করেছে বিট পুলিশিং সেন্টার। অপরাধ নির্মুল, আইন শৃঙ্খলা রক্ষা ও দালালদের খপ্পরের হাত থেকে রক্ষার্থে প্রতিটি পুলিশিং সেন্টারে কার্যক্রম পরিচালনা করবে ৪জন করে পুলিশ। এমনকি হাতের নাগালে বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় সুফল ভোগ করছে সাধারণ জনগণ। থানা গুলোতেও মামলা আসছে অনেক কম।

শুরু থেকেই করোনা মহামারীর করাল গ্রাস প্রতিরোধে চলমান রেখেছেন সাধারন জনগণকে সচেতনতা বৃদ্ধির ব্যাপক প্রচার-প্রচারণা। আন্তঃজেলা যান চলাচলে যাত্রীরা শারিরীক দূরত্ব বজায় রাখছে কিনা দেখভালের জন্য সড়কের মূল পয়েন্ট গুলোতে বসিয়ে রেখেছে পুলিশের চেক পোষ্ট। শুধু তাতেই থেমে নেই মানব সেবার কাজ। প্রতিটি অফিসে চালু করেছে নো মাস্ক নো সার্ভিস । এমনকি শ্লোগানও দিচ্ছেন মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ।

করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হতদরিদ্র, অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়িয়েছেন তিনি। নিজস্ব অর্থায়নে রাতের আধারে ছিন্নমূল মানুষ গুলোকে খুঁজে বের করে বিলিয়ে দিচ্ছেন খাদ্য সামগ্রী। মাস্ক বিতরণের তো বিকল্প নেই। তার নির্দেশনায় প্রতিনিয়তই চলছে অসহায় মানুষদেরকে মাস্ক বিতরণ। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাড়াতে রেখেছেন কঠোর নির্দেশনা। 

পুলিশ সুপার মিজানুর রহমান মিজান বলেন, আমরা জনগনের সেবায় কাজ করি। জনগনের কাছে যাইতে ভয় পাই না। মানুষ পুলিশকে শত্রু ভাবার কোন সুযোগ নাই। বন্ধু হয়ে জনগণের সেবায় কাজ করতে চাই। দুর্নীতি কমাতে আমরা পুরো জেলায় সিসি টিভি ক্যামেরার আওতায় আনতেছি। না খেয়ে কোন শ্রমিক থাকবে না। সে দিকে পুলিশের কঠোর নজরদারী রয়েছে। আমার কোন পুলিশ সদস্য ঘোস আর দূর্নীতি যাতে করতে না পারে সে দিকে লক্ষ রেখে প্রতিনিয়ত কাজ করছি।তিনি আরও বলেন, পুলিশ আর জনগণ একে অপরের বন্ধু, তাই সকালে মিলে সন্ত্রাস,মাদক কারবারি,সমাজ থেকে দূর করি। সকলের প্রতি আহবান জানান সুনামগঞ্জের যে কোন জায়গায় চাদাবাজ ও অপকর্মের সাথে জরিত  লোকদের পুলিশের কাছে ধরিয়ে দিন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents