শিরোনাম :

দোয়ারাবাজার সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় মাদক ও পণ্য জব্ধ

 

 


এম এ মোতালিব ভুঁইয়া: 

দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় পাথর, নৌকা, জিরা, মেলামাইন ও ক্লোদিং সামগ্রী জব্ধ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় পাথর, নৌকা, জিরা, মেলামাইন ও ক্লোদিং সামগ্রীর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বাগানবাড়ী বিওপির টহল দল রবিবার গভীর রাতে  সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের মোকামবাড়ী নামক স্থান হতে ১৭ কেজি ভারতীয় জিরা জব্ধ করে।

অন্যদিকে মাঠগাঁও বিওপির টহল দল সোমবার ভোরে সীমান্ত পিলার ১২২৫/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে ১০০ ঘনফুট ভারতীয় পাথর ও ০৪ টি বারকী নৌকা  জব্ধ করে



এদিকে পেকপাড়া বিওপির টহল দল রবিবার গভীর রাতে সীমান্ত পিলার ১২২৮/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ০৮ পিস বাংলাদেশী বিভিন্ন প্রকার মেলামাইন সামগ্রী ও ২৯ পিস ক্লোদিং সামগ্রী জব্ধ করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,জব্ধকৃত ভারতীয় পাথর, নৌকা, জিরা, মেলামাইন ও ক্লোদিং সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents