শিরোনাম :

জগন্নাথপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

 

 


গোবিন্দ দেব জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুবাজপুর গ্রামের পশ্বিমের বন্দের বাড়ি শাহাজান মিয়ার বাড়িতে কারেন্টের কাজ করতে গিয়ে   বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৯  জুন) বিকাল  তিনটায়  মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। জানা যায় মিজান কুবাজপুর গ্রামের নিয়াপত আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, বাড়ির সংযোগ লাইন মেইন খুঁতিতে লাগাতে গিয়ে  বিদ্যুৎপিষ্ট হয়ে  নিহত হয়েছেন। মেইন খুঁটির  বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার সুপ্রিয়া রানী রায় মৃত্যু  বলে জানান।

ঘটনাস্হ এস আই জিয়া উদ্দিন পরিদর্শন করে,লাশ চুরতহাল করেছে।

ইউপি সদস্য মিলাদ হোসেন জানান,কারেন্টে কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে জায়গাতেয় মারা যায় মিজান।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents