মাইনুল হক সুনামগঞ্জঃ
মধ্যনগর থানা এলাকার সাজাপ্রাপ্ত আসামী বাবুল কিশোর তালুকদার পিং-মৃত পরেশ চন্দ্র তালুকদার সাং-মাছিমপুর দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে তথ্য গোপন করে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সখিপুর এলাকার " লিডা গার্মেন্টস "- এ সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করে যাচ্ছে।
অপর পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ নাছির মিয়া পিং- মৃত আঃ হাই সাং-দাতিয়াপাড়া দীর্ঘদিন যাবৎ পলাতক হয়ে গাজীপুর জেলার গাছা থানাধীন বোর্ড বাজার এলাকার "রাধুনী রেস্টুরেন্ট"-এ ওয়েটার এর কাজ করে যাচ্ছে।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে এসআই/মাসুদ রানা ও এএসআই/ আঃ আজিম এর নেতৃত্বে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকস দল উক্ত আসামীদেরকে গ্রেফতার পূর্বক মধ্যনগর থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
এই অভিযান পরিচালনা সার্বিক সহযোগিতায় ছিলেনঃ
- পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা।
- সিনিঃ সহকারী পুলিশ সুপার, ধর্মপাশা সার্কেল।
- অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, গাজীপুর।
- অফিসার ইনচার্জ, গাছা থানা, গাজীপুর।
Commentbox