শিরোনাম :

বিশ্বম্ভরপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহনির্মাণ পরিদর্শন করেন -জেলা প্রশাসক



স্টাফ রিপোর্টারঃ

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা কর্তৃক বিশ্বম্ভরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন।

অদ্য ১৪ জুন ২০২১ তারিখ বিকাল ০৪:৩০ টায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, ধনপুর ও পলাশ ইউনিয়নের মুজিববর্ষ উপলক্ষ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ২য় পর্যায়ের বরাদ্দকৃত ১১টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। 

পরিদর্শনকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এ সময়ে তিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন।

 তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents