আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর টু সিলেট যাতায়াতে সিএনজি ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে মনগড়া ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা। কেউ ১২০ টাকা কেউ ১৫০ টাকা আবার কেউ সুযোগে ২০০ টাকাও আদায় করছেন বলে বিভিন্ন অভিযোগ রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় জগন্নাথপুর টু সিলেট সড়কের অবস্থা দীর্ঘদিন থেকে খুব খারাপ ছিলো, পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় এখন যথেষ্ট উন্নয়ন হয়েছে, তার পরেও মনগড়া ভাড়া আদায় করছেন সিএনজি ড্রাইভাররা? প্রশাসন এব্যাপারে নীরব থাকায় যাত্রীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আরো জানা যায় কোনো যাত্রী এর প্রতিবাদ করতে গেলে ড্রাইভাররা বলেন- "দেখেন আপনাকে জোর করে আমি গাড়িতে তুলছিনা! পোষাইলে উঠেন না পোষাইলে বিমানে যান, আমার অসুবিধা নাই" অন্য আরেক ড্রাইভার এক যাত্রীকে বলেন ভাই গেলে গাড়িতে ওঠেন নইলে একটু পরে যেতে পারবেন না। কারন শাটডাউন চলছে। কিন্তুু শাটডাউন তো আজ নয় আগামীকাল হবে- জবাবে তিনি বলেন ভাই এত কথা বলার সময় নাই ! পোষাইলে উঠেন না পোষাইলে সরেন। এব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক মালিক-শ্রমিক জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক শফিকুল হক খেজরের কাছে- " রাস্তা আগে খারাপ ছিলো এখনতো পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়ন কাজ হয়েছে, তবে কেনো আগের মতোই ভাড়া নিচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন- রাস্তা সম্পূর্ণ ভালো হয়নি! কেউনবাড়ী থেকে বিশ্বনাথ এখনো রাস্তা খুব খারাপ রয়েছে, তাই ড্রাইভাররা আগের মতোই ভাড়া নিচ্ছেন। সম্পূর্ণ রাস্তা ভালো হলে ভাড়া কমানো হবে বলেও তিনি জানান। সি এন জি ষ্ট্যাণ্ড নদীর পূর্বপার শাখা ম্যানাজার মশাহিদ আলী বলেন- জগন্নাথপুর টু সিলেট রাস্তা ভালো নয় তাই সামান্য ভাড়া বাড়ানো হয়েছে।
Commentbox