শিরোনাম :

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ ৪ জন আটক

 


নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার  সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মণিপুরি ঘাট এলাকা থেকে ভারতীয় ৪৬ বোতল অফিসার চয়েস মদ সহ  র‍্যাবের হাতে আটক ৪জন। 

শুক্রবার ভোররাতে মণিপুরিঘাট সংলগ্ন  পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করাহয়। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানান গোপন সংবাদের বিত্তিতে র‍্যাব সিপিসি-৩,  ক্যাম্পের একটি আভিযানিক  দল  লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে  বিশ্বম্ভরপুর থানা এলাকায়  অভিযান পরিচালনা করে  ভাদেরটেক মুনীপুরী ঘাট সংলগ্ন ইসরাত ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ (Officer’s Choice) ও ৪ টি মোবাইল ৪টি সীম র্কাড, নগদ ৫৩৬৫/-টাকা  সহ পেশাদার মাদক ব্যবসায়ী ডলুরা গ্রামের মৃত আলী মন্তাজের ছেলে মোঃ আশিক (২১) একি এলাকার মৃত রেকমত আলীর ছেলে আব্দুর রহমান(২০) ভাদেরটেক গ্রামের আব্দুল কাসেমের ছেলে  নুর মোহাম্মদ (৩৫) এবং একি গ্রামের আব্দুল ওহাবের ছেলে নানু মিয়া(৫৫) কে আটক করা হয়।আটকের সত্যতা স্বীকার করে কোম্পানী অধিনায়ক লেঃকমান্ডার সিঞ্চন আহমেদ জানান আটক কৃত আসামীদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents