মাইনুল হক সুনামগঞ্জঃ
এডভোকেট আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা। অত্যন্ত বন্ধুবৎসল, পরিশীলিত ও মার্জিত আচরণের অধিকারী, সুরুচি বোধ সম্পন্ন একজন সাদা মনের মানুষ। বয়সে তরুণ কিন্তু প্রজ্ঞায় যথেষ্ট দূরদর্শী। প্রাণচঞ্চল কিন্তু স্বভাবে গম্ভীর, অদম্য ও জীবনী শক্তি সম্পন্ন এই উদীয়মান জনপ্রতিনিধিকে আজ"সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার"পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তরুণ এই জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে "সুনামগঞ্জ জেলাঅবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার"সদস্যবৃন্দ নিজেদেরকে পুলকিত অনুভব করেন।
সংস্থার পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংস্থার সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জনাব আজাদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সংস্থার কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীগন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় সংস্থার সদস্যদের উদ্দেশ্যে চমৎকার বক্তব্য রাখেন এবং তাঁর আগমনের স্মৃতিচিহ্ন স্বরূপ সংস্থাকে একটি টেবিল ও ১০ টি চেয়ার উপহার প্রদান করেন । সবশেষে সংস্হার ভারপ্রাপ্ত সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Commentbox