শিরোনাম :

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধসহ গুরতর আহত- ৪ জন: থানায় অভিযোগ দায়ের



আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও নয়াগাঁও ( বলাই নগরে) গত ২৭ জুন সকালে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধসহ ৪ জনকে দেশীয় অস্ত্র রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা হলেন- মোঃ আব্দুল আজিজ বলাই মিয়া (৯০) জুবেল মিয়া ২০, আলাই মিয়া ৫০, মুক্তার মিয়া ৩৫। 




পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায় বলাই মিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি থাকায় গ্রামের শালিষের বিভিন্ন বিচারকার্য পরিচালনা করে থাকেন। একই গ্রামের  চিহ্নিত সন্ত্রাসী আমির উদ্দিন গ্রামের কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারেনা, ইতিপূর্বে বহুবার সে এলাকায় দ্দাঙ্গা বাধানোর পরিকল্পনা করে ব্যার্থ হয়ে নতুন করে  পরিকল্পনা করে  উল্লেখিত আহতদের উপর  কয়েক সন্ত্রাসী নিয়ে এই ঘৃণ্য হামলা চালায়। 




আরো জানা যায় সন্ত্রাসী আমির উদ্দিন এলাকার একজন চিহ্নিত

 সন্ত্রাসী, চুরি, ডাকাতি- ধর্ষণ সহ একাধিক মামলার জেলখাটা আসামী। এছাড়াও তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে। 




এ ঘটনায় আহত বলাই মিয়ার বড় ছেলে সফু মিয়া বাদী হয়ে

 জগন্নাথপুর থানায় ১০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন-  মোঃ আমির উদ্দিন- পিতা ইসমাইল আলী, সুমন মিয়া- পিতা আছাব উল্লাহ, আজির উদ্দিন- পিতা ইসমাইল আলী, আমির  হোসেন পিতা দিলদার হোসেন। জালাল উদ্দীন-পিতা ইসমাইল আলী, আলাউদ্দিন- পিতা সামসুদ্দিন, দিলদার হোসেন-পিতা মৃত কালা মিয়া সহ আরো অনেকে। এব্যাপারে জগন্নাথপুর থানা অসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান- অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত  করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents