শিরোনাম :

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৫৪ জন করোনা শনাক্ত

 




 যশোর জেলা প্রতিনিধিঃ

শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ উর্ধ্বগতির হ্রাস হয়নি    যশোর স্বাস্থ্যবিভাগের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ৮০০জনের নমুনা পরীক্ষা করে ৪৫৪জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার প্রায় ৫৭শতাংশ। আজ মারা গেছেন ৫জন। এদের মধ্যে ১জন করোনা এবং অপর ৪জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪১জন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো সায়েমুজ্জামান বলেন আমরা যশোর জেলায় কঠোর লকডাউন কার্যকর করে চলেছি। আশা করেছিলাম সংক্রমণের হার কমবে কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ উর্ধ্বগতির হ্রাস হয়নি আমরা আশা করবো যশোরের মানুষ আরো সচেতন হবে

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents