শিরোনাম :

দোয়ারাবাজারের বাংলাবাজারে আগুন, কোটি টাকার ক্ষতি



 এম এ মোতালিব ভুঁইয়া

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের  বাংলাবাজারে ভায়াবহ আগুনে  ৫টি দোকান আগুনের লেলিহায় স্বীকার হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে।দুপুরে বাজারে আগুন লাগার প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর বিকেল ৪টায় স্থানীয় জনসাধারনের অবিরল প্রচেষ্টায় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয় সুত্রে জানা যায়,মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডটি ঘটে।স্থানীয়রা বলেন দুপুর ১২টার দিকে  বাংলাবাজারের প্রধান গলির ভেতরে জুমা এন্টারপ্রাইজ ও প্রভা এন্টারপ্রাইজ নামের পেট্রোল-ডিজেল, সার,কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে আগুনে সুত্রপাত হয়। এসময় বাজারের আসা লোকজন চারদিকে ছুটোছুটি করতে থাকে।পরবর্তীতে ক্ষনিকের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়।বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান,সাইফুলের কম্পিউটার দোকান,সুভাষ শীলের সেলুনের দোকান আগুনে পুড়ে বিলিন হয়ে যায়,এরশাদ হোসেনের টিনের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যানাযায়। 

স্থানীয়রা বলেন সুরমা নদীতে ব্রিজ না থাকায় ছাতকস্থ ফায়ার সার্ভিস লাফার্জ ফেরি হয়ে ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হওয়ায় ক্ষতিকর পরিমাণটা বেশি হয়েছে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিভিন্ন  পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকান্ডের বিষয়ে বলেন, বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents