লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল ২০২১- ২০২২ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান কবীর চৌধুরী সামু। তিনি আগামী ১ জুলাই ২০২১ হতে দায়িত্ব পালন করবেন।
নব নির্বাচিত প্রেসিডেন্ট হাসান কবীর চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি সমাজ সেবা মূলক বিভিন্ন কর্ম কান্ডে জড়িত থেকে সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্টির কল্যাণে কাজ করে যাচ্ছি। রোটারী ক্লাবের সাথে জড়িত হওয়ার পর থেকেও আমি সংগঠনের সকল নিয়ম কানুন মেনে সবাই কে সাথে নিয়ে সংগঠনের কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাকে সংগঠনের প্রেসিডেন্ট এর দায়িত্ব দেয়ায় সকল রোটারিয়ান ভাই বোনদের অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তাদের অর্পিত দায়িত্ব যাতে সুষ্ট ভাবে চালাতে পারি সেই দোয়া চাই।
হাসান কবীর চৌধুরী সিলেট শহরের হাওয়া পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফজলুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র। হাসান কবীর চৌধুরীর সহধর্মিণী তাহমিনা হাসান চৌধুরী ও রোটারী ক্লাবের সাথে জড়িত আছেন।
Commentbox