দিরাই প্রতিনিধি:
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের দিরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন ) দুপুরে দিরাই পৌর সদরের তার নিজ বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে করিমপুর ইউনিয়ন পরিষদ এসময় মিলাদ ও দোয়া মাহফিলে দিরাই উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় ইউপি সদস্যরা দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার সম্পর্কে সৃতিচারণ করে বলেন, উনার সঙ্গে দীর্ঘ সময় আমরা ইউনিয়ন পরিষদে কাজ করেছি।উনার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে সহজভাবে তিনি তা সমাধান করে দিতেন। উনার মতো সৎ নির্ভিক যোগ্যতা সম্পূর্ণ জনপ্রতিনিধি বর্তমানে বিরল এমন উজ্জ্বল নক্ষত্র ও মেধাবী একজন মানুষকে হারিয়ে আমরা শোকাহত। আমরা উনার রুহের মাগফেরাত কামনায় করি।
Commentbox