শিরোনাম :

অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা মানুষের হয়রানী কমাবে - জেলা প্রশাসক


লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ::

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন বর্তমান সরকার ভূমি সেবা দিতে ব্যাপক কর্ম কান্ড হাতে নিয়েছে। ভূমি মালিক গণ যাতে হয়রানী ছাড়াই ঘরে বসে সকল সেবা নিতে পারে সেই ব্যবস্থা করছে। এজন্য অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা চালু করতে যাচ্ছে। এটি সম্পূর্ণ চালু হলে দেশের ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। এতে ডিজিটাল রেকর্ড রুম, ই মিউটেশন, ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (L IMS) সহ সকল সেবা ঘরে বসেই হয়রানী ছাড়াই করা যাবে। আগামী ৬ জুন ৭ম বারের মতো ৬-১০  জুন ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে শনিবার ৫ জুন বিকাল ৩ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন সহকারী কমিশনার এস এম রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents