শিরোনাম :

সুনামগঞ্জে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত



উজ্জ্বল হাসান, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ডলুরা শহীদ মিনারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রথমে শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি ফয়সল আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মখলিছুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাবো।তিনি সবাইকে সরকারি বিধি মেনে চলার আহবান জানান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন নিজেদের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে সকলের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান। এবং দূর্যোগের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম সিনিয়র সহ-সভাপতি মানিক কাদরী, সহ-সভাপতি আলীম উল্লাহ ও সুনামগঞ্জ জেলা শাখার নেত্রীবৃন্দ ও বিভিন্ন ইউনিট গ্রাম থেকে আগত মোঃ লিলু মিয়া, অমিত, দিলুয়ার হোসেন, মুক্তার, বিজয়, রমজান, রমজান আলী, মুস্তফা, সোহেল মিয়া, আরাফাত, সোহেল, শাহিন, মনজুর,আলী, মামুন, রাসেল, আলাল, এবায়দুর, নজরুল, মেহেদী, হাবিব, রিয়াদ, গোলাম হোসেন, শাহেদ, বাদল,শাকিল,আলামিন, তানভির, মোস্তাফিজুর রহমান ইফতি ও অএ এলাকার মুরুব্বি ও যুবক ভাইয়েরা।সভায় সাধারণ সম্পাদক বলেন, আমরা বন্ধু আদর্শে সোনা বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আওয়ামীলীগ এর সাথে থেকে রাজপথে সংগ্রাম আন্দোলনে কাজ করে যাব। আমরা নেত্রীর সকল নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব। তাহলে আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ মানুষের হৃদয়ে স্থান পাবে বলে আশা রাখি। আমরা মুজিব আদর্শ চেতনায় বিশ্বাসী।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, আগামী তিন মাসের মধ্যে বাকী উপজেলা কমিটি করতে হবে। নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents