সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিসিআইসির সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের প্রয়াত শ্রমিক নেতা জনাব মো. আব্দুল ওয়াদুদ সাহেবের কনিষ্ট ছেলে টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (টিএলএমপির ৯৬) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মারুফ হাসান নাঈম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া----রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্মাস ত্যাগ করেন।
মুত্যকালে স্ত্রী, মা, ভাই- বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আমি টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (টিএলএমপির ৯৪) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে সদালাপী বিনয়ী ও ভাতৃতুল্য মারুফ হাসান নাঈমের অকাল মুত্যুতে শোক প্রকাশ করছি। একই সাথে তার বিদেহি আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।। নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল দেশ বিদেশে থাকা টিএলএমপির বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেছেন।
শোকাহত..
২৫.০৬.২১
Commentbox