শিরোনাম :

টাঙ্গাইলে স্পর্শকাতর স্থানে কামড় দিয়ে স্বামীকে মেরে ফেললেন স্ত্রী



ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর স্পর্শকাতর স্থানে  স্ত্রীর কামড়ে মৃত্যু হয়েছে তার স্বামীর। গতকাল সােমবার বিকেলে উপজেলার ইছাদিঘী গ্রামে এমন। ঘটনা ঘটে। ঘটনার পর আটক করা হয় অভিযুক্ত ওই নারীকে। পরে গ্রেপ্তার দেখানাে হয় তাকে। জানা গেছে, নিহত ওই স্বামীর নাম কিতাব আলী (৪০)। তিনি উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। ভাঙারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। আরগ্রেপ্তার হওয়া তার স্ত্রীর নাম হামিদা আক্তার (২৫)। উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, গতকাল সােমবার বিকেলে তিনটার দিকে কিতাব আলীর সঙ্গে তার স্ত্রী হামিদা আক্তারের ঝগড়া হয়। সে সময় তারা একে অপরকে কামড় দিতে থাকেন। এক পর্যায়ে স্বামীর স্পর্শকাতর স্থানে কামড় দেন স্ত্রী, তাতেই ঢলে পড়েন স্বামী কিতাব আলী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘােষণা করেন চিকিৎসক। এ বিষয়ে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুফুল কবির আমাদের সময়কে বলেন, নিহত কিতাব আলী স্ত্রী হামিদা আক্তারকে আটকের পর গ্রেপ্তার দেখানাে হয়েছে। নিহত কিতাব আলীর আগের ঘরে মেয়ে বাবলি আক্তার বাদী হয়ে তার সৎ মা হামিদা আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ওই নারীকে আজ মঙ্গলবার আদালতে পাঠানাে হয়েছে বলেও জানান পরিদর্শক লুৎফুল কবির।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents