বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৮ ব্যবসা-প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (২৮ জুন) সোমবার উপজেলা সদরে পৃথক অভিযানে এই জরিমানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।
এসময় অশ্লীল ভিডিও রাখার দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করে হার্ডডিস্ক জব্দ করা হয়। আরেক দোকানি থেকে দুই বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
তাকে দণ্ড দেওয়া হয় ১ হাজার টাকা।
এছাড়া স্বাস্থ্যবিধি ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি নয় এমন ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখায় পরিচালকদের পৃথকভাবে জরিমানা করা হয় ৩ হাজার ৫০০ টাকা।
Commentbox