শিরোনাম :

নামাজ পড়তে গিয়ে মসজিদেই মারা গেলেন এক বৃদ্ধ | আজকের আলো

<script data-ad-client="ca-pub-4678511706388986" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>


ডেস্ক রিপোর্ট

বগুড়া শহরের উপশহর একটি এলাকা স্থানীয় মসজিদে নামাজরত অবস্থায়অজ্ঞাত এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। গত ১৮ এপ্রিল সােমবার আছর নামাজের সময় শহরের উপশহর এলাকার বক্ষব্যাধি হাসপাতাল মসজিদে ওই ঘটনা ঘটে। 

স্থানীয় মুসল্লিরা জানান, বিকেলে আছরের নামাজের সময় ওই ব্যক্তিটি মসজিদে আসে। এরপরে তিনি ওযু করে এসে সবাইকে জানায় তার শরীর দূর্বল লাগছে। তখন স্থানীয় মুসল্লিরা তাকে মসজিদে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে নামাজে যায়। নামাজ শেষে এসে ডাকাডাকি করলে কোন সারা না পেলে বুঝতে পারে তার মৃত্যু ঘটেছে৷ স্থানীয়রা আরও জানায়, তিনি এই এলাকার কেউ নন। 

তার কাছে থাকা ব্যাগ থেকে বােঝা যায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন। বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নানু খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের কাছে মনে হয়েছে বয়স বেশী হওয়ায় শারীরিক কোন অসুস্থতা থেকে হয়তাে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

এছাড়া স্থানীয় কেউ তাকে দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents