শিরোনাম :

জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু | আজকের আলো

জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু | আজকের আলো


জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুর  পৌর এলাকায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নির্মলা রানী গোপ (৬৮) নামের এক  মহিলার  মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। জগন্নাথপুর নিজ বাড়িতে করোনাভাইরাসের সাথে  লড়াই করে মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত ভোর রাতে  ৫ টায়  তিনি নিজ বাড়িতে মারা যান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তার লাশ গ্রামের বাড়িতে শেষ কীর্তি কাজ মম্পন্ন হয়। পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু | আজকের আলো

গত ৩ জুলাই করোনা পরিক্ষা নমুনা  জগন্নাথপুর হাসপালে পরিক্ষা দেন। গত কাল ৬ জুলাই  রাতে করোনার আক্রান্ত রিপোর্ট আসে। বাড়িতে চিকিৎসা নিলে করোনার নমুনা পরীক্ষায় তার দেহে করোনা ধরা পড়ে।  মৃত্যুকালে তিনি ৫ ছেলে রেখে গেছেন। জগন্নাথপুর উপজেলায় করোনা আক্রান্ত ৯ জন এর মধ্য মৃত্যু হয়েছে একজনের। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়  তার  মৃত্যুর খবর পেয়েছি। গতকাল আমাদের কাছে করোনার আক্রান্ত রিপোর্ট আসে।আজ ভোর রাতে তিনি মারা যান। এ ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ করছেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents