শিরোনাম :

জগন্নাথপুর ছাত্রলীগের কমিটি অনুমোদন: সভাপতি মুকিত, সাধারণ সম্পাদক তাহা



স্টাফ রিপোর্টার


বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত কে সভাপতি ও তাহা আহমেদ কে সাধারণ সম্পাদক ও কল্যান কান্তি দে কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি দ্বীপঙ্কর কান্তি দে ফেসবুক এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন


সহ সভাপতি হাবিবুর রহমান জুয়েল, তোহা চৌধুরী, ওবায়দুল রহমান জাবেদ, তানিউর রহমান শাওন, আজিজুল হক সুমন, আদিল মিয়া, সজিব রায় দুর্জয়, মিটুন দেব, মোঃ হুমায়ুন খান, মতিউর রহমান তালুকদার, মোঃ সাইদুর রহমান পাপ্পু, রাজ শেখর বৈদ্য রাজু, ফয়জুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ, বদরুল ইসলাম রনি,  লিপন আহমদ, সুজেল মিয়া, বাহার আহমদ, মোঃ মিজু সুলতান শাকিল, মারজান ভূইয়া, আমির আহমদ খান সাব্বির, জাহিদ আহমদ জিম্মাদার। সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, নিজাম উদ্দিন, জুয়েল মিয়া, ফারজান রাজা, সৈয়দ আরিফ আহমদ,  রুহেল আহমদ, আব্দুল আহাদ।







Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents