শিরোনাম :

তাহিরপুরে পানিতে ডুবে আট বছরের এক শিশুর মৃত্যু



সাবজল হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামে পানিতে ডুবে আজ সোমবার দুপুরে ফাহমিদা আক্তার নামে আট (০৮) বছরের এক  শিশুর মৃত্যু হয়েছে। ফাহমিদা উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক একরামুলের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও শিশুটির স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার অমৃতপুর গ্রামের নিজ বাড়ির সামনে কুনারবন হাওরে শিশু ফাহমিদা আক্তার আজ দুপুর একটার দিকে একাকী খেলাধুলা করছিল।

একপর্যায়ে সে অমৃতপুর গ্রামের কুনারবন হাওর সংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করে বেলা চারটার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করে তার স্বজনেরা। ওই শিশুর স্বজন মোঃ আব্দুল মোতালেব মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents