শিরোনাম :

জগন্নাথপুরে ছাত্রী মিলনায়তনের উদ্বোধন ও ভবন দাতা মোঃ সুন্দর আলীকে সংবর্ধনা


রিপোর্টঃ আমিনুর রহমান জিলু::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী মিলনায়তনের শুভ উদ্ভোদন উপলক্ষে, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যাক্তিত্ব ভবন দাতা আলহাজ্ব মোঃ সুন্দর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর দুপুর ১২ ঘটিকায় পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মোঃ লালা মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পাটলী ইউনিয়নের চেয়ারম্যান ও পাটলী উইমেন্স কলেজের সভাপতি মোঃ সিরাজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা মিয়া, বারহাল ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাহার উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক তুরণ মিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আউয়াল খান, হাফিজুর রহমান খান, প্রমুখ। 

এসময় শিক্ষানুরাগী মোঃ আব্দুল আজিজ, মোঃ আতিকুর রহমান কোরেশী, মোঃ রফিকুল ইসলাম দুলা, দাতার ছোট ভাই আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন, ছোট ছেলে মোহাম্মদ আলমগীর, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল গণি, এইচ এম এরশাদ, হেলাল হোসেন, শিক্ষিকা নাছিমা আক্তার, পারভীন আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ শেষে পার্শ্ববর্তী পাটলী উইমেন্স কলেজে চা-চক্রে মিলিত হলে কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। সভার শুরুতে পবিত্র  কুরআন থেকে তিলাওয়াত করেন- বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ মারুফা বেগম, নাতে রাসূল পরিবেশন করেন- মোছাঃ মাইশা বেগম। সভায় সংবর্ধিত ভবন দাতা আলহাজ্ব মোঃ সুন্দর আলী- বিদ্যালয় কমিটির সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্য করে বলেন- আপনাদের সবার প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
দেশ-বিদেশে থেকে যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন তাদের সবার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই ও দীর্ঘায়ু কামনা করি, এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করে যারা পরপারে চলে গেছেন সেইসব দাতাগণের আত্মার মাগফেরাত কামনা করি।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents