শিরোনাম :

চিলাউড়া হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুমিনের মনোনয়ন পত্র দাখিল



স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী উন্নয়নের রুপকার আলহাজ্ব আব্দুল মুমিন।এদিকে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাস করে মনোনয়ন পত্র দাখিল করছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৬ নভেম্বর জগন্নাথপুর  উপজেলার  ৭টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন বলেন আমি নির্বাচিত হলে অবহেলিত  চিলাউড়া হলদিপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ করে তুলবো, আমার হাওর পারের মানুষ এখনও গাড়ি দিয়ে ইউনিয়ন ঘুরতে পারেনা বর্ষা কালে নৌকা ছাড়া চলা যায় না, আমি নির্বাচিত হলে রাস্তা ঘাটের উন্নয়ন করব আমি ইউনিয়ন বাসীর কাছে দোয়া চাই আগামী ২৬ তারিখ আমাকে জয়যুক্ত করে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents