শিরোনাম :

জগন্নাথপুরে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ "টি-টেন" ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন



রিপোর্টঃ আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ "টি-টেন" ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। এ উপলক্ষে ২১ শে নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায়- জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে- স্থানীয় জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে এক উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুবল দেব ও উপদেষ্টা শাহ রুহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভিন, পৌর আওয়ামীলীগ নেতা ইউনুস মিয়া, এনটিভি ইউরোপ জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই, প্রমুখ। পরে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ "টি-টেন" ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্ভোদন ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব বনাম সানরাইজ ক্রিকেট ক্লাবের খেলার মাধ্যমে প্রভাষক জাহাঙ্গীর চৌধুরী গোল্ডকাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় সানরাইজ ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয় সেঞ্চুরি ক্রিকেট ক্লাব। পরবর্তী ম্যাচে সানরাইজ জুনিয়রস ক্রিকেট ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ নিশ্চিত করেছে বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব।






Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents